![]() |
Aajke Tabe Mile Sabe (আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ) - Rabindra Sangeet |
আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।
কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।
এত বড়াে আস্পর্ধা তােদের, মােরে নিয়ে এ কী হাসি-তামাশা।
এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।
হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়াে এ কী ব্যাপার!
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার।
এমনি যােদ্ধা উনি, পিঠেতেই দাগ,
তলােয়ারে মরিচা, মুখেতেই রাগ।
আর যে এ-সব সহে না প্রাণে,
নাহি কি তােদের প্রাণের মায়া?
দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।
কোথা রে লাঠি কোথা রে ঢাল ?
হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়াে এ কী ব্যাপার।
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার।