Saarthok Karo Saadhan (সার্থক কর' সাধন) - Rabindra Sangeet |
সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন ।।
বিকশিত কর' কলিকা,
চম্পকবন করুক বচন নব কুসুমাঞ্জলিকা।
কর' সুন্দর গীতমুখর নীরব আরাধন
অক্ষয়করুণাধন ।।
চরণপরশহরষে
লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর' সে।
মােচন কর' অন্তরতর
হিমজড়িমা-বাঁধন
অক্ষয়করুণাধন ।।