Sardar Mashay Deri Na Soy (সর্দারমশায় দেরি না সয়) - Rabindra Sangeet |
তােমার আশায় সবাই বসে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধাে কষে।
বনবাদাড় সব ঘেঁটে ঘুঁটে,
আমরা মরব খেটে খুটে,
তুমি কেবল লুটে পুটে
পেট পােরাবে ঠেসে ঠুসে
কাজ কি খেয়ে, তােফা আছি -
আমায় কেউ না খেলেই বাঁচি।
শিকার করতে যায় কে মরতে-
ঢুঁসিয়ে দেবে বরা-মােষে।
ঢুঁ খেয়ে তাে পেট ভরে না -
সাধের পেটটি যাবে ফেঁসে।