Shuna Sakhi Bajai Banshi (শুন, সখি, বাজই বাঁশী) - Rabindra Sangeet

Shuna Sakhi Bajai Banshi (শুন, সখি, বাজই বাঁশী) - Rabindra Sangeet
Shuna Sakhi Bajai Banshi (শুন, সখি, বাজই বাঁশী) - Rabindra Sangeet

শশীকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ,চঞ্চল যমুনাবারি।
কুসুমসুবাস উদাস ভইল, সখি,উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি,শরম ভরম গয়ি দূর।
নয়ন বারিভর, গরগর অন্তর,হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,সাে কি হমারই শ্যাম ॥
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি বজায় হমারি নাম ॥
কত কত যুগ সখি, পুণ্য করনু হম,দেবত করনু ধেয়ান-
তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম-শ্যাম পরানক প্রাণ।
শুনত শুনত তব্ মােহন বাঁশি,জপত জপত তব্ নামে
সাধ ভইল ময় প্রাণ মিলায়ব চাঁদ-উজল যমুনামে !
চলহ তুরিত গতি, শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত।
নীদমগন মহী, ভয় ডর কছু নহি,ভানু চলে তব সাথ ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts