Shuno Nolini Kholo Go (শুন নলিনী, খােলাে গাে আঁখি) - Rabindra Sangeet |
শুন নলিনী, খােলাে গাে আঁখি-
ঘুম এখনাে ভাঙিল না কি!
দেখাে, তােমারি দুয়ার-'পরে
সখী, এসেছে তােমারি রবি।।
শুনি প্রভাতের গাথা মাের
দেখাে ভেঙেছে ঘুমের ঘাের,
জগত উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি।
তবে তুমি কি সজনী জাগিবে নাকো,
আমি যে তােমারি কবি ।।
প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
প্রতিদিন গান গাহি-
প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
ধীরে ধীরে উঠ চাহি।
আজিও এসেছি, চেয়ে দেখাে দেখি
আর তাে রজনী নাহি।
আজিও এসেছি, উঠ উঠ সখী,
আর তাে রজনী নাহি।
সখী, শিশিরে মুখানি মাজি
সখী, লোহিত বসনে সাজি
দেখো বিমল সরসী-আরশির পরে অপরূপ রূপরাশি
থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
নিজ মুখছায়া আধেক হেরিয়া
ললিত অধরে উঠিবে ফুটিয়া শরমের মৃদু হাসি ।।