Shyam Re Nipat Kothin (শ্যাম রে, নিপট কঠিন মন তাের) - Rabindra Sangeet |
শ্যাম রে, নিপট কঠিন মন তাের!
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভাের।
একলি নিরল বিরল-'পর বৈঠত নিরখত যমুনা-পানে-
বরখত অশ্রু, বচন নহি নিকসত,পরান থেহ ন মানে।
গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি' শূন্য কদম তরুমূলে,
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,রােদই আপন ভুলে।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-'পর কহে করুণস্বর-বাজে রে বাঁশরি বাজে
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ রহই দূর মথুরায়-
রয়ন নিদারুণ কৈসন যাপসি,কৈস দিবস তব যায়!
কৈস মিটাওসি প্রেম-পিপাসা, কঁহা বজাওসি বাঁশি!
পীতবাস তুঁহুঁ কথি রে ছােড়লি,কথি সাে বঙ্কিম হাসি!
কনক-হার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা!
হৃদিকমলাসন শূন্য করলি রে,কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে,ভানু কহে- ছি ছি কালা!
ঝটিতি আও তুহুঁ হমারি সাথে, বিরহ-ব্যাকুলা বালা।