![]() |
Tomar Surer Dhaara (তােমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে) - Rabindra Sangeet |
তােমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে
দেবে কি গাে বাসা আমায় একটি ধারে ?।
আমি শুনব ধ্বনি কানে,
আমি ভরব ধ্বনি প্রাণে,
সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে॥
আমার নীরব বেলা সেই তােমারি সুরে সুরে
ফুলের ভিতর মধুর মতাে উঠবে পুরে।
আমার দিন ফুরাবে যবে,
যখন রাত্রি আঁধার হবে,
হৃদয়ে মাের গানের তারা উঠবে ফুটে সারে সারে॥