![]() |
Tor Bhitare Jaagiya (তাের ভিতরে জাগিয়া কে যে) - Rabindra Sangeet |
তাের ভিতরে জাগিয়া কে যে,
হায় তারে বাঁধনে রাখিলি বাঁধি।
আলাের পিয়াসি সে যে
তাই গুমরি উঠিছে কাঁদি।।
যদি বাতাসে বহিল প্রাণ
কেন বীণায় বাজে না গান,
যদি গগনে জাগিল আলাে
কেন নয়নে লাগিল আঁধি?।
পাখি নবপ্রভাতের বাণী
দিল কাননে কাননে আনি,
ফুলে নবজীবনের আশা
কত রঙে রঙে পায় ভাষা।
হােথা ফুরায়ে গিয়েছে রাতি,
হেথা জ্বলে নিশীথের বাতি-
তাের ভবনে ভুবনে কেন
হেন হয়ে গেল আধা-আধি ?।