![]() |
Tumi Aamader Pita (তুমি আমাদের পিতা) - Rabindra Sangeet |
তােমায় পিতা ব'লে যেন জানি,
তােমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরাে না কোরাে না রােষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ-
যাহা ভালাে তাই দাও আমাদের, যাহাতে তােমার তােষ।
তােমা হতে সব সুখ হে পিতা, তােমা হতে সব ভালাে।
তােমাতেই সব সুখ হে পিতা, তােমাতেই সব ভালাে।
তুমিই ভালাে হে তুমিই ভালাে সকল-ভালাের সার-
তােমারে নমস্কার হে পিতা, তােমারে নমস্কার ।।