![]() |
Tumi Chhere Chhile (তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরাে গাে কী দশা হয়েছে) - Rabindra Sangeet |
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরাে গাে কী দশা হয়েছে-
মলিন বদন, মলিন হৃদয়, শােকে প্রাণ ডুবে রয়েছে ।।
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ।।
'নাথ নাথ' ব'লে ডাকিব তােমারে, চাহিব হৃদয়ে রাখিতে-
কাতর প্রাণের রােদন শুনিলে আর কি পারিবে থাকিতে ?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে-
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তােমারি হে ।।