![]() |
Tumi Bandhu Tumi Naath (তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার) - Rabindra Sangeet |
তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার।
তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার ।।
তুমিই তাে আনন্দলােক, জুড়াও প্রাণ, নাশাে শােক,
তাপহরণ তােমার চরণ অসীমশরণ দীনজনার ।।