![]() |
Basante Ki Shudhu (বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে) - - Rabindra Sangeet |
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুকনাে পাতা ঝরা ফুলের খেলা রে।
যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।
যে ঢেউ পড়ে তাহারাে সুর জাগছে সারা বেলা রে।
বসন্তে আজ দেখ রে তােরা ঝরা ফুলের খেলা রে।।
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে ।।
আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক'জন আছে।
অবােধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে ।।