![]() |
Basonte Basonte Tomar (বসন্তে-বসন্তে তােমার কবিরে দাও ডাক) - Rabindra Sangeet |
বসন্তে-বসন্তে তােমার কবিরে দাও ডাক-
যায় যদি সে যাক।।
রইল তাহার বাণী রইল ভরা সুরে, রইবে না সে দূরে
হৃদয় তাহার কুঞ্জে তােমার রইবে না নির্বাক্ ৷
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে ॥
তারে তােমার বীণা যায় না যেন ভুলে,
তােমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্ ॥