![]() |
Basonto Taar Gaan (বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে) - Rabindra Sangeet |
বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে
কী আদরে।।
তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে,
বারে বারে রূপের সাজি আপনি ভরে
কী আদরে।।
তেমনি পরশ লেগেছে মাের হৃদয়তলে,
সে যে তাই ধন্য হল মন্ত্রবলে।
তাই প্রাণে কোন্ মায়া জাগে,
বারে বারে পুলক লাগে,
বারে বারে গানের মুকুল আপনি ধরে
কী আদরে।।