![]() |
Basonto Tor Shesh (বসন্ত, তাের শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ) - Rabindra Sangeet |
বসন্ত, তাের শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ-
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ।।
উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার মাতন তােমার থামুক এবার,
নীড়ে ফিরে আসুক তােমার পথহারা বিহঙ্গ।৷
তােমার সাধের মুকুল কতই পড়ল ঝরে-
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে।
প্রখর তাপে জরােজরাে ফল ফলাবার সাধন ধরাে,
হেলাফেলার পালা তােমার এই বেলা হােক ভঙ্গ।।