Keno Aar Mithye Aasha (কেন আর মিথ্যে আশা বারে বারে) - Rabindra Sangeet |
কেন আর মিথ্যে আশা বারে বারে।
ওরে তাের সঙ্গে যে কেউ যাবে না রে ৷।
এ তােমার রাত্রি শেষের ভােরের পাখি,
তােমারেই একলা কেবল গেল ডাকি;
যা রে তুই বিজন পথে চলে যা রে ॥
ওদের ওই হৃদয় কুঁড়ি শিশির-রাতে।
বসে রয় চোখের জলের অপেক্ষাতে ৷।
মেটাতে পারবে না তাে আঁধার নিশা
তােমার এই ফোটা ফুলের আলাের তৃষা,
সে যে তাই চেয়ে আছে পুবের পানে ৷।