Keno Baajao Knaakono (কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে) - Rabindra Sangeet |
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
ওগাে, ঘরে ফিরে চলাে কনককলসে জল ভরে ।।
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি করে খেলা।
কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে ৷।
হেরাে যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে।
হেরাে নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা হাসিয়া হাসিয়া চাহিছে তােমারি মুখ' পরে কত ছলভরে ।।