Keno Baani Tabo Naahi (কেন বাণী তব নাহি শুনি নাথ হে ) - Rabindra Sangeet |
কেন বাণী তব নাহি শুনি নাথ হে ?
অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে৷।
স্বপনসম মিলাবে যদি কেন গাে দিলে চেতনা-
চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা,
আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে।।
পরশে তব জীবন নব সহসা যদি জাগিল
কেন জীবন বিফল কর- মরণশরঘাত হে।
অহঙ্কার চূর্ণ করাে, প্রেমে মন পূর্ণ করাে,
হৃদয় মন হরণ করি রাখাে তব সাথ হে৷।