Keno Chokher Jale (কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনাে ধুলাে যত) - Rabindra Sangeet |
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনাে ধুলাে যত!
কে জানিত আসবে তুমি গাে অনাহূতের মতাে ৷।
পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু-
পথের দুঃখ দিলেম তােমায় গাে এমন ভাগ্যহত ।।
আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তােমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে।
ওই বেদনা আমার বুকে বেজেছিল গাপন দুখে-
দাগ দিয়েছে মর্মে আমার গাে গভীর হৃদয়ক্ষত ।।