Keno Dhore Raakha (কেন ধরে রাখা, ও যে যাবে চলে) - Rabindra Sangeet |
কেন ধরে রাখা, ও যে যাবে চলে
মিলনযামিনী গত হলে ।।
স্বপনশেষে নয়ন মেলাে, নিব-নিব দীপ নিবায়ে ফেলাে-
কী হবে শুকানাে ফুলদলে ।।
জাগে শুকতারা, ডাকিছে পাখি,
উষা সকরুণ অরুণ-আঁখি।
এসাে প্রাণপণ হাসিমুখে বলাে 'যাও সখা ! থাকো সুখে'-
ডেকো না, রেখাে না আঁখিজলে ।।