![]() |
| Ki Bedona Mor Jaano (কী বেদনা মোর জানাে সে কি তুমি জানাে) - Rabindra Sangeet |
কী বেদনা মোর জানাে সে কি তুমি জানাে
ওগাে মিতা, মাের অনেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা ॥
বাদাল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে
ওগাে সে কি তুমি জানাে।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা॥
ওগাে মিতা, মাের অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে রােপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা॥
ওগাে সে কি তুমি জানাে।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মাের কোলে আজ উঠিছে সে কাঁদি ওগাে সে কি জানাে-
সেই-যে তােমার বীণা সে কি বিস্মৃতা ॥
