![]() |
| Ki Bhoy Abhayodhaame (কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা- ভয় যায় তব নামে ) - Rabindra Sangeet |
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা- ভয় যায় তব নামে ।।
নির্ভয়ে অযুত সহস্র লােক ধায় হে,
গগনে গগনে সেই অভয়নাম গায় হে ।।
তব বলে কর বলী যারে, কৃপাময়,
লােকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ।।
