![]() |
| Ki Bolinu Aami (কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে) - Rabindra Sangeet |
কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে !
কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা,
এমন কথা কেমনে শিখিনু রে !
পুলকে পুরিল মনপ্রাণ,মধু বরষিল শ্রবণে,
এ কী ! হৃদয়ে এ কী এ দেখি!-
ঘাের অন্ধকার মাঝে,এ কী জ্যোতি ভায়,
অবাক্ !- করুণা এ কার!
