![]() |
Morubijayero Keton Urao (মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ) - Rabindra Sangeet |
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ।
ধূলিরে ধন্য করাে করুণার পুণ্যে হে কোমল প্রাণ।।
মৌনী মাটির মর্মের গান কবে উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে,
মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মােহন প্রাণ।।
পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসাে শ্যামসুন্দর।
এসাে বাতাসের অধীর খেলার সাথী, মাতাও নীলাম্বর।
উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনাে বিরামগভীর ভাষা,
রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা হে উদার প্রাণ ।।