![]() |
Na Na Bhul Koro Na (না না, ভুল কোরো না গাে, ভুল কোরোে না) - Rabindra Sangeet |
না না, ভুল কোরো না গাে, ভুল কোরোে না,
ভুল কোরাে না ভালােবাসায়।
ভুলায়াে না, ভুলায়াে না, ভুলায়াে না নিষ্ফল আশায়৷।
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি, দেয় না সে ফাঁকি,
পরিচিত আমি তারি ভাষায়৷।
দয়ার ছলে তুমি হােয়াে না নিদয়।
হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়।
রেখাে না লুব্ধ করে,মরণের বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়াে না সর্বনাশায়৷।