![]() |
| Nai Ba Ele Jodi ([না না] নাই বা এলে যদি সময় নাই) - Rabindra Sangeet |
না না) নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বােলাে না গাে 'যাই যাই যাই' ।।
আমার প্রাণে আছে জানি সীমাবিহীন গভীর বাণী,
তােমায় চিরদিনের কথাখানি বলব- বলতে যেন পাই ৷।
যখন দখিনহাওয়া কানন ঘিরে
এক কথা কয় ফিরে ফিরে,
পূর্ণিমাচাঁদ কারে চেয়ে এক তানে দেয় আকাশ ছেয়ে,
যেন সময়হারা সেই সময়ে একটি সে গান গাই৷।
![Nai Ba Ele Jodi ([না না] নাই বা এলে যদি সময় নাই) - Rabindra Sangeet Nai Ba Ele Jodi ([না না] নাই বা এলে যদি সময় নাই) - Rabindra Sangeet](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyVq7txWBJsgbavGTL56BjBjUilOeVb3Kt7QhFYQWqFLIvchDT8io-uYhYc7E1J02ntUL2yOoaQeQ-V560u_F3W4of3F1okiUgZZBjRTsx5USS71qy9MjO-6Bp1Npfmndn4RMVzVg-K7c/s16000/bengali-poet-rabindranath-tagore.png)