![]() |
Nisha-Abosane Ke Dilo (নিশা-অবসানে কে দিল গােপনে আনি) - Rabindra Sangeet |
নিশা-অবসানে কে দিল গােপনে আনি
তােমার বিরহ-বেদনা-মানিকখানি ৷।
সে ব্যথার দান রাখিব পরানমাঝে-
হারায় না যেন জটিল দিনের কাজে,
বুকে যেন দোলে সকল ভাবনা হানি।।
চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক কবে।
স্বপনগহন নিবিড়তিমিরতলে
বিহ্বল রাতে সে যেন গােপনে জ্বলে,
সেই তাে নীরব তব আহ্বানবাণী।।