Nrityero Taale Taale (নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে) - Rabindra Sangeet

Nrityero Taale Taale (নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে) - Rabindra Sangeet
Nrityero Taale Taale (নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে) - Rabindra Sangeet

নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে ॥
তােমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে
ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধে হে ॥
নমাে নমাে নমাে-
তােমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম ॥
নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তােমার মায়া,
বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া।
তােমার বিশ্ব-নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে ॥
নমাে নমাে নমাে-
তােমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম ॥
নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু,
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু।
তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
সুখে দুখে হয় তরঙ্গময় তােমার পরমানন্দ হে ৷
নমাে নমাে নমাে-
তােমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম ॥
মাের সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে।
লোকে লােকে ঘুরে এসেছি তােমার নাচের ঘূর্ণিতালে।
ওগাে সন্ন্যাসী, ওগাে সুন্দর, ওগা শঙ্কর, হে ভয়ঙ্কর,
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে ॥
নমাে নমাে নমাে-
তােমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts