Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet |
সে জন কে, সখী, বােঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে!
ওই যে তরুতলে বিনােদ-মালা গলে,
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
সখী কী হবে-
ও কি কাছে আসিবে কভু! কথা কবে!
ও কি প্রেম জানে ! ও কি বাঁধন মানে !
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কোন্ পথ ভুলে এল কোথায় ওগাে!
যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে,
যেন কোন্ চাঁদের আলােয় মগ্ন হয়েছে ।।