Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet

Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet
Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet

সে জন কে, সখী, বােঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে!
ওই যে তরুতলে বিনােদ-মালা গলে,
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
সখী কী হবে-
ও কি কাছে আসিবে কভু! কথা কবে!
ও কি প্রেম জানে ! ও কি বাঁধন মানে !
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কোন্ পথ ভুলে এল কোথায় ওগাে!
যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে,
যেন কোন্ চাঁদের আলােয় মগ্ন হয়েছে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts