Din Pare Jaay (দিন পরে যায় দিন বসি পথপাশে) - Rabindra Sangeet

Din Pare Jaay (দিন পরে যায় দিন বসি পথপাশে) - Rabindra Sangeet
Din Pare Jaay (দিন পরে যায় দিন বসি পথপাশে) - Rabindra Sangeet

দিন পরে যায় দিন, বসি পথপাশে
গান পরে গাই গান বসন্তবাতাসে ॥
ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা-
রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে ।।
দিন পরে যায় দিন, নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।
সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে-
ভালােবাসা ব্যথা দেয় যারে ভালাবাসে ।।

Din Pare Jaay (দিন পরে যায় দিন বসি পথপাশে) - Rabindra Sangeet

Dinosheser Raanga Mukul (দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে) - Rabindra Sangeet

Dinosheser Raanga Mukul (দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে) - Rabindra Sangeet
Dinosheser Raanga Mukul (দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে) - Rabindra Sangeet

সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে ॥
মন্দবায়ে অন্ধকারে দুলবে তােমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তােমার আগমনীতে-
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে-
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে-
এসাে এসাে প্রাণে মম, গানে মম হে।
এসাে নিবিড় মিলনক্ষণে রজনীগন্ধার কাননে,
স্বপন হয়ে এসাে আমার নিশীথিনীতে-
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে ॥

Dinosheser Raanga Mukul (দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে) - Rabindra Sangeet

Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet

Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet
Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet

দিন তাে চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া।
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা

Dirgho Jibanopath (দীর্ঘ জীবনপথ কত দুঃখতাপ কত শোকদহন) - Rabindra Sangeet

Dirgho Jibanopath (দীর্ঘ জীবনপথ কত দুঃখতাপ কত শোকদহন) - Rabindra Sangeet
Dirgho Jibanopath (দীর্ঘ জীবনপথ কত দুঃখতাপ কত শোকদহন) - Rabindra Sangeet

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন-
গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥
খুলে রেখেছেন তাঁর অমৃতভবনদ্বার-
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ।।
অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি-
ক্ষুদ্র শােকতাপ নাহি নাহি রে।
অনন্ত আলয় যার কিসের ভাবনা তার-
নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ।।

Dirgho Jibanopath (দীর্ঘ জীবনপথ কত দুঃখতাপ কত শোকদহন) - Rabindra Sangeet

Diye Genu Basanter (দিয়ে গেনু বসন্তের এই গানখানি) - Rabindra Sangeet

Diye Genu Basanter (দিয়ে গেনু বসন্তের এই গানখানি) - Rabindra Sangeet
Diye Genu Basanter (দিয়ে গেনু বসন্তের এই গানখানি) - Rabindra Sangeet

বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি।।
তবু তাে ফাল্তুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলােছলাে, এই বহু মানি ॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।
আসিবে ফাল্লুন পুন, তখন আবার শুনাে
নব পথিকেরই গানে নূতনের বাণী॥

Dip Nibe Gechhe Mamo (দীপ নিবে গেছে মম নিশীথসমীরে) - Rabindra Sangeet

Dip Nibe Gechhe Mamo (দীপ নিবে গেছে মম নিশীথসমীরে) - Rabindra Sangeet
Dip Nibe Gechhe Mamo (দীপ নিবে গেছে মম নিশীথসমীরে) - Rabindra Sangeet

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়াে না গাে ফিরে ।।
এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে-
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে ।।
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখিপাতে,
ক্লান্ত কণ্ঠে মাের সুর ফুরায় যদি রে ॥

Dip Nibe Gechhe Mamo (দীপ নিবে গেছে মম নিশীথসমীরে) - Rabindra Sangeet

Dnaarao Aamar Aankhiro Aage (দাঁড়াও আমার আঁখির আগে) - Rabindra Sangeet

Dnaarao Aamar Aankhiro Aage (দাঁড়াও আমার আঁখির আগে) - Rabindra Sangeet
Dnaarao Aamar Aankhiro Aage (দাঁড়াও আমার আঁখির আগে) - Rabindra Sangeet

তােমার দৃষ্টি হৃদয়ে লাগে ।।
সমুখ-আকাশে চরাচরলােকে এই অপরূপ আকুল আলােকে দাঁড়াও হে,
আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।।
এই-যে ধরণী চেয়ে ব'সে আছে ইহার মাধুরী বাড়াও হে।
ধুলায় বিছানাে শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।
যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।
দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তােমারি লাগিয়া একেলা জাগে ।।

Dnaarao Aamar Aankhiro Aage (দাঁড়াও আমার আঁখির আগে) - Rabindra Sangeet

Dnaarao Maatha Khaao (দাঁড়াও মাথা খাও যেয়াে না সখা) - Rabindra Sangeet

Dnaarao Maatha Khaao (দাঁড়াও মাথা খাও যেয়াে না সখা) - Rabindra Sangeet
Dnaarao Maatha Khaao (দাঁড়াও মাথা খাও যেয়াে না সখা) - Rabindra Sangeet

দাঁড়াও, মাথা খাও,যেয়াে না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয় -
কতদিন পরে আজি পেয়েছি দেখা ।।
আর তাে চাহি নে কিছু, কিছু না, কিছু না-
শুধু ওই মুখখানি জন্মশােধ দেখিব।
তাও কি হবে না গাে, সখা গাে!

Dnaarao Mon Anonto (দাঁড়াও মন অন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ) - Rabindra Sangeet

Dnaarao Mon Anonto (দাঁড়াও মন অন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ) - Rabindra Sangeet
Dnaarao Mon Anonto (দাঁড়াও মন অন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ) - Rabindra Sangeet

দাঁড়াও মন, অন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ ।।
বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ ॥
সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা
তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান।
এই বিশ্বমহােৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত,

Doi Chaai Go Doi (দই চাই গাে দই চাই দই চাই গাে) - Rabindra Sangeet

Doi Chaai Go Doi (দই চাই গাে দই চাই দই চাই গাে) - Rabindra Sangeet
Doi Chaai Go Doi (দই চাই গাে দই চাই দই চাই গাে) - Rabindra Sangeet

দই চাই গাে, দই চাই, দই চাই গাে?
শ্যামলী আমার গাই,
তুলনা তাহার নাই।
কঙ্কনানদীর ধারে
ভােরবেলা নিয়ে যাই তারে-
দূর্বাদলঘন মাঠে
নদীর ধারে ধারে ধারে, তারে
সারা বেলা চরাই, চরাই গাে।
দেহখানি তার চিক্কণ কালাে,
যত দেখি তত লাগে ভালাে।
কাছে বসে যাই ব'কে,
উত্তর দেয় সে চোখে,
পিঠে মাের রাখে মাথা-
গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥

Dole Dole Dole Premer (দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে) - Rabindra Sangeet

Dole Dole Dole Premer (দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে) - Rabindra Sangeet
Dole Dole Dole Premer (দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে) - Rabindra Sangeet

দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলাের সুধায় মাখা সে ৷।
কৃষ্ণরাতের অন্ধকারে
বচনহারা ধ্যানের পারে
কোন্ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে ।।
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গােপন-রেণুকা।
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।
কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতে

Dosi Koribo Na (দোষী করিব না করিব না তােমারে) - Rabindra Sangeet

Dosi Koribo Na (দোষী করিব না করিব না তােমারে) - Rabindra Sangeet
Dosi Koribo Na (দোষী করিব না করিব না তােমারে) - Rabindra Sangeet

দোষী করিব না, করিব না তােমারে
আমি নিজেরে নিজে করি ছলনা।
মনে মনে ভাবি ভালােবাসাে,
মনে মনে বুঝি তুমি হাসাে,
জান এ আমার খেলা-
এ আমার মােহের রচনা ।।
সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে,
সেইমতাে মায়ার আভাসে মনের আকাশে
হাওয়ায় হাওয়ায় ভাসে
শূন্যে শূন্যে ছিন্নলিপি মাের

Daya Diye Habe Go Mor (দয়া দিয়ে হবে গাে মাের জীবন ধুতে) - Rabindra Sangeet

Daya Diye Habe Go Mor (দয়া দিয়ে হবে গাে মাের জীবন ধুতে) - Rabindra Sangeet
Daya Diye Habe Go Mor (দয়া দিয়ে হবে গাে মাের জীবন ধুতে) - Rabindra Sangeet

নইলে কি আর পারব তােমার চরণ ছুঁতে ॥
তােমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি,
পরান আমার পারি নে তাই পায়ে থুতে ৷।
এতদিন তাে ছিল না মাের কোনা ব্যথা,
সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে-
দিয়াে না গাে, দিয়াে না আর ধুলায় শুতে ।।

Daya Diye Habe Go Mor (দয়া দিয়ে হবে গাে মাের জীবন ধুতে) - Rabindra Sangeet

Duware Daao More (দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে) - Rabindra Sangeet

Duware Daao More (দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে) - Rabindra Sangeet
Duware Daao More (দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে) - Rabindra Sangeet

দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে।
ফিরিব আহ্বান মানিয়া তােমারি রাজ্যের মাঝে হে৷।
মজিয়া অনুখন লালসে রব না পড়িয়া আলসে,
হয়েছে জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে হে ৷।
আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে,
বিবিধ পথে যেন না ফিরি বহুল-সংগ্রহ-আশয়ে।
অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে,
ফিরিব নির্ভয়গৌরবে তােমারি ভূত্যের সাজে হে৷।

Duware Daao More (দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে) - Rabindra Sangeet

Dubi Amritopaathare (ডুবি অমৃতপাথারে যাই ভুলে চরাচর) - Rabindra Sangeet

Dubi Amritopaathare (ডুবি অমৃতপাথারে যাই ভুলে চরাচর) - Rabindra Sangeet
Dubi Amritopaathare (ডুবি অমৃতপাথারে যাই ভুলে চরাচর) - Rabindra Sangeet

ডুবি অমৃতপাথারে- যাই ভুলে চরাচর,
মিলায় রবি শশী ॥
নাহি দেশ, নাহি কাল, নাহি হেরি সীমা-
প্রেমমুরতি হৃদয়ে জাগে,

Dui Haate Kaaler (দুই হাতে কালের) - Rabindra Sangeet

Dui Haate Kaaler (দুই হাতে কালের) - Rabindra Sangeet
Dui Haate Kaaler (দুই হাতে কালের) - Rabindra Sangeet

কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে,
সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে ৷।
বাজে ফুলে, বাজে কাঁটায়, আলাছায়ার জোয়ার-ভাঁটায়,
প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে ॥
তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে।
সাদা-কালাের দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ জাগে।
এই তালে তাের গান বেঁধে নে- কান্নাহাসির তান সেধে নে,
ডাক দিল শােন্ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে ।।

Dui Haate Kaaler (দুই হাতে কালের) - Rabindra Sangeet

Dui Hridayer Nodi (দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি) - Rabindra Sangeet

Dui Hridayer Nodi (দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি) - Rabindra Sangeet
Dui Hridayer Nodi (দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি) - Rabindra Sangeet

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলাে, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায় ।।
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার,
তােমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায় ।।
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত,পাষাণ পর্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায় ।।
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তােমারি স্নেহের কোলে যেন গাে আশ্রয় মিলে,
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ
দুটি হৃদয়ের আশা মিলায় তােমার পায় ।।

Dui Hridayer Nodi (দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি) - Rabindra Sangeet

Dujone Dekha Holo (দুজনে দেখা হল মধুযামিনী রে) - Rabindra Sangeet

Dujone Dekha Holo (দুজনে দেখা হল মধুযামিনী রে) - Rabindra Sangeet
Dujone Dekha Holo (দুজনে দেখা হল মধুযামিনী রে) - Rabindra Sangeet

দুজনে দেখা হল মধুযামিনী রে-
কেন কথা কহিল না,চলিয়া গেল ধীরে ।।
নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে ৷।
দুজনের আঁখিবারি গােপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
আর তাে হল না দেখা,জগতে দৌঁহে একা-
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে ॥

Dujone Dekha Holo (দুজনে দেখা হল মধুযামিনী রে) - Rabindra Sangeet

Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet

Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet
Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet

দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
দুজনে যাহারা চলেছে তাদের তুমি রাখাে, প্রভু, সাথে রাখাে ।।
যেথা দুজনের মিলিছে দৃষ্টি সেথা হােক তব সুধার বৃষ্টি-
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো ।।
দুজনে মিলিয়া গৃহের প্রদীপে জ্বালাইছে যে আলােক
তাহাতে, হে দেব, হে বিশ্বদেব, তােমারি আরতি হােক।।
মধুর মিলনে মিলি দুটি হিয়া প্রেমের বৃত্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো ৷।

Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet

Dukho Dur Korile (দুখ দূর করিলে দরশন দিয়ে মােহিলে প্রাণ) - Rabindra Sangeet

Dukho Dur Korile (দুখ দূর করিলে দরশন দিয়ে মােহিলে প্রাণ) - Rabindra Sangeet
Dukho Dur Korile (দুখ দূর করিলে দরশন দিয়ে মােহিলে প্রাণ) - Rabindra Sangeet

দুখ দূর করিলে, দরশন দিয়ে মােহিলে প্রাণ।।
সপ্ত লােক ভুলে শােক তােমারে চাহিয়ে-

Dukher Beshe Esechho (দুখের বেশে এসেছ ব'লে তােমারে নাহি ডরিব হে) - Rabindra Sangeet

Dukher Beshe Esechho (দুখের বেশে এসেছ ব'লে তােমারে নাহি ডরিব হে) - Rabindra Sangeet
Dukher Beshe Esechho (দুখের বেশে এসেছ ব'লে তােমারে নাহি ডরিব হে) - Rabindra Sangeet

দুখের বেশে এসেছ ব'লে তােমারে নাহি ডরিব হে।
যেখানে ব্যথা তােমারে সেথা নিবিড় ক'রে ধরিব হে৷৷
আঁধারে মুখ ঢাকিলে স্বামী, তােমারে তবু চিনিব আমি-
মরণরূপে আসিলে প্রভু, চরণ ধরি মরিব হে।
যেমন করে দাও-না দেখা তােমারে নাহি ডরিব হে৷।
নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে।
বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধনে হে।
তুমি যে আছ বক্ষে ধরে বেদনা তাহা জানাক মােরে-
চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে ।।

Dukher Beshe Esechho (দুখের বেশে এসেছ ব'লে তােমারে নাহি ডরিব হে) - Rabindra Sangeet

Dukher Katha Tomay (দুখের কথা তােমায় বলিব না দুখ ভুলেছি ও করপরশে) - Rabindra Sangeet

Dukher Katha Tomay (দুখের কথা তােমায় বলিব না দুখ ভুলেছি ও করপরশে) - Rabindra Sangeet
Dukher Katha Tomay (দুখের কথা তােমায় বলিব না দুখ ভুলেছি ও করপরশে) - Rabindra Sangeet

দুখের কথা তােমায় বলিব না, দুখ ভুলেছি ও করপরশে।
যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ, সুখে আছি, আছি হরষে ।।
আনন্দ-আলয় এ মধুর ভব, হেথা আমি আছি এ কী স্নেহ তব-
তােমার চন্দ্রমা তােমার তপন মধুর কিরণ বরষে।।
কত নব হাসি ফুটে ফুলবনে প্রতিদিন নবপ্রভাতে।
প্রতিনিশি কত গ্রহ কত তারা তামার নীরব সভাতে।
জননীর স্নেহ সুহৃদের প্রীতি শত ধারে সুধা ঢালে নিতি নিতি,
জগতের প্রেমমধুরমাধুরী ডুবায় অমৃতসরসে ।।
ক্ষুদ্র মোরা তবু না জানি মরণ, দিয়েছ তােমার অভয় শরণ,
শােক তাপ সব হয় হে হরণ তামার চরণদরশে।
প্রতিদিন যেন বাড়ে ভালােবাসা, প্রতিদিন মিটে প্রাণের পিপাসা-
পাই নব প্রাণ- জাগে নব আশা নব নব নব-বরষে ।।

 Dukher Katha Tomay (দুখের কথা তােমায় বলিব না দুখ ভুলেছি ও করপরশে) - Rabindra Sangeet

Duwar Mor Pathopashe (দুয়ার মাের পথপাশে সদাই তারে খুলে রাখি) - Rabindra Sangeet

Duwar Mor Pathopashe (দুয়ার মাের পথপাশে সদাই তারে খুলে রাখি) - Rabindra Sangeet
Duwar Mor Pathopashe (দুয়ার মাের পথপাশে সদাই তারে খুলে রাখি) - Rabindra Sangeet

দুয়ার মাের পথপাশে, সদাই তারে খুলে রাখি।
কখন্ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি ৷।
শ্রাবণে শুনি দূর মেঘে লাগায় গুরু গরো-গরাে,
ফাগুনে শুনি বায়ুবেগে জাগায় মৃদু মরাে-মরাে-
আমার বুকে উঠে জেগে চমক তারি থাকি থাকি ।।
সবাই দেখি যায় চলে পিছন-পানে নাহি চেয়ে
উতল রােলে কল্লোলে পথের গান গেয়ে গেয়ে।
শরৎ-মেঘ যায় ভেসে উধাও হয়ে কত দূরে
যেথায় সব পথ মেশে গােপন কোান্ সুরপুরে।
স্বপনে ওড়ে কোন্ দেশে উদাস মোর মনোপাখি ৷।

Duwar Mor Pathopashe (দুয়ার মাের পথপাশে সদাই তারে খুলে রাখি) - Rabindra Sangeet

Dukher Milan Tutibar (দুখের মিলন টুটিবার নয়) - Rabindra Sangeet

Dukher Milan Tutibar (দুখের মিলন টুটিবার নয়) - Rabindra Sangeet
Dukher Milan Tutibar (দুখের মিলন টুটিবার নয়) - Rabindra Sangeet

নাহি আর ভয় নাহি সংশয়।
নয়ন-সলিলে যে হাসি ফুটে গো,

Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet

Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet
Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গাে একেলা ফেলে রাখ?
ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ।।
প্রাণ কারাে সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়,
এ পথে চলে যে অসহায় তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ।।
সংসারের আলাে নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়-
দেখাও তােমার বাতায়নে চির-আলাে জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই, পিপাসিত প্রাণ কাঁদে ওই-
অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখাে নাকো ৷।
কে আমার আত্মীয় স্বজন আাজ আসে, কাল চলে যায়।
চরাচর ঘুরিছে কেবল- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয় কে কাহারে দিবে গাে আশ্রয়-
সংসারের নিরাশ্রয় জনে তােমার স্নেহেতে, নাথ, ঢাকো ।।

Dukho Diyechho Diyechho (দুখ দিয়েছ দিয়েছ ক্ষতি নাই কেন গাে একেলা ফেলে রাখ) - Rabindra Sangeet

Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet

Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet
Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডােরে বাঁধিয়া রাখাে হে দৌঁহার হাত ।।
প্রাণেশ, তােমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করাে হে করুণনয়নপাত ।।
সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তােমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব, তােমারি মাধুরী, তােমারি সত্য
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত ৷।

Duiti hridaye ekti (দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসাে হে হৃদয়নাথ) - Rabindra Sangeet

Dujone Ek Hoye Jaao (দুজনে এক হয়ে যাও মাথা রাখাে একের পায়ে) - Rabindra Sangeet

Dujone Ek Hoye Jaao (দুজনে এক হয়ে যাও মাথা রাখাে একের পায়ে) - Rabindra Sangeet
Dujone Ek Hoye Jaao (দুজনে এক হয়ে যাও মাথা রাখাে একের পায়ে) - Rabindra Sangeet

দুজনে এক হয়ে যাও, মাথা রাখাে একের পায়ে-
দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে।
তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে-
যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।
সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোারোে না ভয়-
দুজনে যাও চলে যাও- গান করে যাও তাঁহারি জয়।
ভকতি লও পাথেয়, শকতি হােক অজেয়-
অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে ।।

Dujone Ek Hoye Jaao (দুজনে এক হয়ে যাও মাথা রাখাে একের পায়ে) - Rabindra Sangeet

Dokhin Haawa Jaago (দখিন-হাওয়া জাগাে জাগাে জাগাও আমার সুপ্ত এ প্রাণ) - Rabindra Sangeet

Dokhin Haawa Jaago (দখিন-হাওয়া জাগাে জাগাে জাগাও আমার সুপ্ত এ প্রাণ) - Rabindra Sangeet
Dokhin Haawa Jaago (দখিন-হাওয়া জাগাে জাগাে জাগাও আমার সুপ্ত এ প্রাণ) - Rabindra Sangeet

দখিন-হাওয়া, জাগাে জাগাে, জাগাও আমার সুপ্ত এ প্রাণ।
আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান। জাগাে জাগাে ।।
পথের ধারে আমার কারা ওগাে পথিক বাঁধনহারা,
নৃত্য তামার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান। জাগাে জাগাে।॥
গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি।
যখন আমার বুকের মাঝে তােমার পথের বাঁশি বাজে
বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। জাগো জাগাে ।।

Dokhin Haawa Jaago (দখিন-হাওয়া জাগাে জাগাে জাগাও আমার সুপ্ত এ প্রাণ) - Rabindra Sangeet

Daya Karo Daya (দয়া করাে দয়া করাে প্রভু ফিরে ফিরে) - Rabindra Sangeet

Daya Karo Daya (দয়া করাে দয়া করাে প্রভু ফিরে ফিরে) - Rabindra Sangeet
Daya Karo Daya (দয়া করাে দয়া করাে প্রভু ফিরে ফিরে) - Rabindra Sangeet

দয়া করাে, দয়া করাে প্রভু, ফিরে ফিরে
শত শত অপরাধে অপরাধিনীরে॥
অন্তরে রয়েছ জাগি, তােমার প্রসাদ-লাগি
দুর্বল পরান বাধা ঘটায় বাহিরে ।।
শঙ্কা আসে, লজ্জা আসে, মরি অবসাদে।
দৈন্যরাশি ফেলে গ্রাসি, ঘেরে পরমাদে।
ক্লান্ত দেহে তন্দ্রা লাগে, ধুলায় শয়ন মাগে-
অপথে জাগিয়া উঠি ভাসি আঁখিনীরে ॥

Daya Karo Daya (দয়া করাে দয়া করাে প্রভু ফিরে ফিরে) - Rabindra Sangeet

Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet

Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet
Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet

দাঁড়াও, কোথা চলাে, তােমরা কে বলাে বলাে।।
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি-
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে।
ঘাটে বসে হােথা ও কে ।।
সাথী মােদের ও যে নেয়ে-
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মােদের ও যে নেয়ে -
ওগাে প্রহরী,বাধা দিয়াে না, বাধা দিয়ো না,

Dukkho Jodi Naa Paabe (দুঃখ যদি না পাবে তাে দুঃখ তােমার ঘুচবে কবে) - Rabindra Sangeet

Dukkho Jodi Naa Paabe (দুঃখ যদি না পাবে তাে দুঃখ তােমার ঘুচবে কবে) - Rabindra Sangeet
Dukkho Jodi Naa Paabe (দুঃখ যদি না পাবে তাে দুঃখ তােমার ঘুচবে কবে) - Rabindra Sangeet

দুঃখ যদি না পাবে তাে দুঃখ তােমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে।।
জ্বলতে দে তাের আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে।
এড়িয়ে তাঁরে পালাস না রে ধরা দিতে হােস না কাতর ।।
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তার।
মরতে মরতে মরণটারে শেষ ক'রে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে।।

Dukkho Jodi Naa Paabe (দুঃখ যদি না পাবে তাে দুঃখ তােমার ঘুচবে কবে) - Rabindra Sangeet

Dukkher Baroshay Chokkher (দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল) - Rabindra Sangeet

Dukkher Baroshay Chokkher (দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল) - Rabindra Sangeet
Dukkher Baroshay Chokkher (দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল) - Rabindra Sangeet

বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল ॥
মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ-বেদনায়;
অর্পিনু হাতে তার, খেদ নাই আর মাের খেদ নাই।।
বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা,
চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা।
এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য।
ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য।৷

Dukkher Baroshay Chokkher (দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল) - Rabindra Sangeet

Dukkhero Timire Jodi (দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলােক) - Rabindra Sangeet

Dukkhero Timire Jodi (দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলােক) - Rabindra Sangeet
Dukkhero Timire Jodi (দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলােক) - Rabindra Sangeet

দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলােক
তবে তাই হােক।
মৃত্যু যদি কাছে আনে তােমার অমৃতময় লোক
তবে তাই হােক ।।
পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক
তবে তাই হােক।
অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ

Dukher Joggo Anol 1 (দুঃখের যজ্ঞ অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet

Dukher Joggo Anol 1 (দুঃখের যজ্ঞ অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet
Dukher Joggo Anol 1 (দুঃখের যজ্ঞ অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet

দুঃখের যজ্ঞ অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম-
নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়।
দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হােমাগ্নিশিখায় চিরনৈরাশ,
তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয়-
অশ্রু-উৎস-জল-স্নানে তাপস মৃত্যুঞ্জয় ৷।

Dukher Joggo Anol 1 (দুঃখের যজ্ঞ অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet

Dukher Joggo-Anol 2 (দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet

Dukher Joggo-Anol 2 (দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet
Dukher Joggo-Anol 2 (দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম) - Rabindra Sangeet

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম,
নিত্য সে নিঃসংশয়,
গৌরব তার অক্ষয় ।।
দুরাকাঙ্ক্ষার পরপারে বিরহতীর্থ করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হােমাগ্নিশিখায় চিরনৈরাশ-
তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয় ।।
অশ্রু-উৎস-জল-স্নানে তাপস জ্যাতির্ময়
আপনারে আহুতি-দানে হল সে মৃত্যুঞ্জয়।

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts