![]() |
Na Na Na Bondhu (না না না বন্ধু) - Rabindra Sangeet |
আমি অনেক করেছি বেচাকেনা,
অনেক হয়েছে লেনাদেনা-
না না না,
এ তাে হাটে বিকোবার নয় হার-
না না না,
কণ্ঠে দিব আমি তারি
যারে বিনা মূল্যে দিতে পারি-
ওগাে আছে সে কোথায়,
আজো তারে হয় নাই চেনা।
না না না, বন্ধু।