![]() |
| Na Na Na Dakbo Na ([না না না]ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে) - Rabindra Sangeet |
না না না)ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে৷।
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তাে কোথায় চলে-
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে৷।
মিলবে না কি মাের বেদনা তার বেদনাতে-
গঙ্গাধারা মিশবে নাকি কালাে যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে-
গেল যখন আশার বচন গেছে রেখে।৷
![Na Na Na Dakbo Na ([না না না]ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে) - Rabindra Sangeet Na Na Na Dakbo Na ([না না না]ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে) - Rabindra Sangeet](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyVq7txWBJsgbavGTL56BjBjUilOeVb3Kt7QhFYQWqFLIvchDT8io-uYhYc7E1J02ntUL2yOoaQeQ-V560u_F3W4of3F1okiUgZZBjRTsx5USS71qy9MjO-6Bp1Npfmndn4RMVzVg-K7c/s16000/bengali-poet-rabindranath-tagore.png)