![]() |
Nirabo Rajoni Dekho (নীরব রজনী দেখাে মগ্ন জোছনায়) - Rabindra Sangeet |
নীরব রজনী দেখাে মগ্ন জোছনায়।
ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গাে ॥
ঘুমঘােরময় গান বিভাবরী গায়-
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গাে॥
নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে
মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর-
প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন
অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর।
তটিনী কী শান্ত আছে- ঘুমাইয়া পড়িয়াছে।
বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি
ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে
সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি।
তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো-
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গাে ॥