Knaapichhe Deholata (কাঁপিছে দেহলতা থরথর) - Rabindra Sangeet

Knaapichhe Deholata (কাঁপিছে দেহলতা থরথর) - Rabindra Sangeet
Knaapichhe Deholata (কাঁপিছে দেহলতা থরথর) - Rabindra Sangeet

চোখের জলে আঁখি ভরভর ॥
দোদুল তমালেরই বনছায়া তােমারি নীল বাসে নিল কায়া,
বাদল-নিশীথেরই ঝরঝর
তােমারি আঁখি-'পরে ভরভর ॥
যে কথা ছিল তব মনে মনে
চমকে অধরের কোণে কোণে ।
নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি,
আঁধার কাননের মরমর
বাদল-নিশীথের ঝরঝর ॥

Kaannahaasir Dol Dolaano (কান্নাহাসির-দোল-দোলানাে পৌষ-ফাগুনের পালা) - Rabindra Sangeet

Kaannahaasir Dol Dolaano (কান্নাহাসির-দোল-দোলানাে পৌষ-ফাগুনের পালা) - Rabindra Sangeet
Kaannahaasir Dol Dolaano (কান্নাহাসির-দোল-দোলানাে পৌষ-ফাগুনের পালা) - Rabindra Sangeet

কান্নাহাসির-দোল-দোলানাে পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা-
এই কি তােমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?
তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,
খেপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,
কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!
এই কি তােমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ক্রুটি,
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।
শান্তি কোথায় মাের তরে হায় বিশ্বভুবন-মাঝে,
অশান্তি যে আঘাত করে তাই তাে বীণা বাজে।
নিত্য রবে প্রাণ-পােড়ানাে গানের অগুন জ্বালা-
এই কি তােমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা ?।

Kaamona Kori Ekante (কামনা করি একান্তে) - Rabindra Sangeet

Kaamona Kori Ekante (কামনা করি একান্তে) - Rabindra Sangeet
Kaamona Kori Ekante (কামনা করি একান্তে) - Rabindra Sangeet

হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি ॥
পাপতাপ হিংসা শােক পাসরে সকল লোক,
সকল প্রাণী পায় কূল
সেইসব তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে |

Kamoloboner Modhuporaaji (কমলবনের মধুপরাজি এসাে হে কমলভবনে) - Rabindra Sangeet

Kamoloboner Modhuporaaji (কমলবনের মধুপরাজি এসাে হে কমলভবনে) - Rabindra Sangeet
Kamoloboner Modhuporaaji (কমলবনের মধুপরাজি এসাে হে কমলভবনে) - Rabindra Sangeet

কমলবনের মধুপরাজি, এসাে হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে ৷।
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলােকে ভূলােকে ছুটিল ভুবনে ভুবনে ।।
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ-
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে ।।

Kaalo Megher Ghota (কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে) - Rabindra Sangeet

Kaalo Megher Ghota (কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে) - Rabindra Sangeet
Kaalo Megher Ghota (কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে) - Rabindra Sangeet

কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে,
ঝরে ধারা ঝরােঝরাে গহন বনে।
এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তােমার উঠল ফুটে
বাদল-বেলার বরিষনে।
ওগাে, এবার তুমি জাগাে জাগাে-
যেন এই বেলাটি হারায় না গাে।
অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে-
আর কি গাে সে রয় গােপনে ॥

Kaali Kaali Balo Re Aaj (কালী কালী কালী বলাে রে আজ) - Rabindra Sangeet

Kaali Kaali Balo Re Aaj (কালী কালী কালী বলাে রে আজ) - Rabindra Sangeet
Kaali Kaali Balo Re Aaj (কালী কালী কালী বলাে রে আজ) - Rabindra Sangeet

বলাে হাে,হাে হাে,বলাে হাে,হাে হাে,বলাে হাে!
নামের জোরে সাধিব কাজ,
বলাে হাে,হাে,বলাে হাে, বলাে হাে!
ওই ঘাের মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে,
ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
ওই লট্ট পট্ট কেশ,অট্ট অট্ট হাসে রে;
হাহা হাহাহা হাহাহা!
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়,
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
আরে বল্ রে শ্যামা মায়ের জয়!

Kaal sakale utthbo (কাল সকালে উঠব মােরা) - Rabindra Sangeet

Kaal sakale utthbo (কাল সকালে উঠব মােরা) - Rabindra Sangeet
Kaal sakale utthbo (কাল সকালে উঠব মােরা) - Rabindra Sangeet

যাব নদীর কূলে-
শিব গড়িয়ে করব পুজো,
আনব কুসুম তুলে।
মােরা ভােরের বেলা গাঁথব মালা
দুলব সে দোলায়।
বাজিয়ে বাঁশি গান গাহিব
বকুলের তলায়।
না ভাই , কাল সকালে মায়ের কাছে
নিয়ে যাব ধরে-
মা বলেছে ঋষির সাজে
সাজিয়ে দেবে তােরে।
সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
এখন যাই ফিরে-
একলা আছেন অন্ধ পিতা
আঁধার কুটিরে ৷।

Kaal Raater Bela (কাল রাতের বেলা গান এল মোর মনে) - Rabindra Sangeet

Kaal Raater Bela (কাল রাতের বেলা গান এল মোর মনে) - Rabindra Sangeet
Kaal Raater Bela (কাল রাতের বেলা গান এল মোর মনে) - Rabindra Sangeet

কাল রাতের বেলা গান এল মোর মনে,
তখন তুমি ছিলে না মাের সনে ৷।
যে কথাটি বলব তােমায় ব'লে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হােমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে-
তখন তুমি ছিলে না মাের সনে ।।
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তােমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে-
যখন তুমি আছ আমার সনে ৷।

Kakhon Je Basanto Gelo (কখন যে বসন্ত গেল এবার হল না গান) - Rabindra Sangeet

Kakhon Je Basanto Gelo (কখন যে বসন্ত গেল এবার হল না গান) - Rabindra Sangeet
Kakhon Je Basanto Gelo (কখন যে বসন্ত গেল এবার হল না গান) - Rabindra Sangeet

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান ৷।
এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগে নি রে-
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ জাগায় নি ফুলবন-
সাড়া দিয়ে গেল না তাে, চলে গেল ম্রিয়মাণ ।।
বসন্তের শেষ রাতে এসেছি যে শূন্য হাতে-
এবার গাঁথি নি মালা, কী তােমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি-
তােমার নয়নে ভাসে ছলােছলা অভিমান ।।

Kakhon Dile Paraaye (কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা) - Rabindra Sangeet

Kakhon Dile Paraaye (কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা) - Rabindra Sangeet
Kakhon Dile Paraaye (কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা) - Rabindra Sangeet

কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা,
ব্যথার মালা ।।
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা
গােপনে এসে গেলে,  দেখি নাই আঁখি মেলে
আঁধারে দুঃখডােরে বাঁধিলে মােরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।

Kakhon Baadol Chhnoya (কখন বাদল-ছোঁওয়া লেগে) - Rabindra Sangeet

Kakhon Baadol Chhnoya (কখন বাদল-ছোঁওয়া লেগে) - Rabindra Sangeet
Kakhon Baadol Chhnoya (কখন বাদল-ছোঁওয়া লেগে) - Rabindra Sangeet

মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে ।।
ওই ঘাসের ঘনঘােরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে-
ওরা হঠাৎ-গাওয়া গানের মতাে এল প্রাণের বেগে ।।
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা-
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে-
ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে।।

Kaaj Nei Kaaj Nei Maa (কাজ নেই কাজ নেই মা) - Rabindra Sangeet

Kaaj Nei Kaaj Nei Maa (কাজ নেই কাজ নেই মা) - Rabindra Sangeet
Kaaj Nei Kaaj Nei Maa (কাজ নেই কাজ নেই মা) - Rabindra Sangeet

কাজ নেই মাের ঘরকন্নায় ।
যাক ভেসে যাক
যাক ভেসে সব বন্যায়।
জন্ম কেন দিলি মােরে,
লাঞ্ছনা জীবন ভ'রে-
মা হয়ে আনিলি এই অভিশাপ !
কার কাছে বল্ করেছি কোন্ পাপ,
বিনা অপরাধে একি ঘাের অন্যায় ॥

Kaaj Bholabar Ke Go (কাজ ভোলাবার কে গাে তােরা) - Rabindra Sangeet

Kaaj Bholabar Ke Go (কাজ ভোলাবার কে গাে তােরা) - Rabindra Sangeet
Kaaj Bholabar Ke Go (কাজ ভোলাবার কে গাে তােরা) - Rabindra Sangeet

রঙিন সাজে কে যে পাঠায়
কোন্ সে ভুবন-মনাে-চোরা!
কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে,
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও রসের সুধা-ঝারা!
স্বপন-তরীর তােরা নেয়ে
লাগল প্রাণে নেশার হাওয়া,
পাগলা পরান চলে গেয়ে।
কোন্ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘােরা।

Kaho Kaho More Priye (কহাে কহাে মােরে প্রিয়ে) - Rabindra Sangeet

Kaho Kaho More Priye (কহাে কহাে মােরে প্রিয়ে) - Rabindra Sangeet
Kaho Kaho More Priye (কহাে কহাে মােরে প্রিয়ে) - Rabindra Sangeet

আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে।
অয়ি বিদেশিনী,
তােমার কাছে আমি কত ঋণে ঋণী।

Kaahare Herilam (কাহারে হেরিলাম) - Rabindra Sangeet

Kaahare Herilam (কাহারে হেরিলাম) - Rabindra Sangeet
Kaahare Herilam (কাহারে হেরিলাম) - Rabindra Sangeet

সে কি সত্য, সে কি মায়া!
সে কি কায়া,
সে কি সুবর্ণকিরণে রঞ্জিত ছায়া!
এসাে এসাে যে হও সে হও,
বলাে বলাে তুমি স্বপন নও।
অনিন্দ্যসুন্দর দেহলতা
বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা ॥

Kaahar Galay Porabi (কাহার গলায় পরাবি গানের রতনহার) - Rabindra Sangeet

Kaahar Galay Porabi (কাহার গলায় পরাবি গানের রতনহার) - Rabindra Sangeet
Kaahar Galay Porabi (কাহার গলায় পরাবি গানের রতনহার) - Rabindra Sangeet

কাহার গলায় পরাবি গানের রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার ।।
কানন পরেছে শ্যামল দুকূল, আমের শাখাতে নূতন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তােমার ।।
যে কথা তােমার কোনাে দিন আর হয় নি বলা
নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা!
দখিনপবনে বিহ্বলা ধরা কাকলিকূজনে হয়েছে মুখরা,
আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার ।।

Knaadite Habe Re 2 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet

Knaadite Habe Re 2 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet
Knaadite Habe Re 2 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet

কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র্-আঘাতে।
কোথা তুই লুকাবি মুখ মৃত্যু-আঁধারে ।।

Knaadite Habe Re 1 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet

Knaadite Habe Re 1 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet
Knaadite Habe Re 1 (কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা) - Rabindra Sangeet

কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে।

Knaadar Samay Alpo (কাঁদার সময় অল্প ওরে, ভােলার সময় বড়ো) - Rabindra Sangeet

Knaadar Samay Alpo (কাঁদার সময় অল্প ওরে, ভােলার সময় বড়ো) - Rabindra Sangeet
Knaadar Samay Alpo (কাঁদার সময় অল্প ওরে, ভােলার সময় বড়ো) - Rabindra Sangeet

কাঁদার সময় অল্প ওরে, ভােলার সময় বড়ো
যাবার দিনে শুকনাে বকুল মিথ্যে করিস জড়াে ।।
আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ডালে,
নিঠুর হাওয়ায় পুরানাে ফুল ওই-যে পড়াে-পড়াে ।।
ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল, কবি, সেই শিশুর খেলা-
নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়াে ।।

Kadomberi Kaanon Gheri (কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে) - Rabindra Sangeet

Kadomberi Kaanon Gheri (কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে) - Rabindra Sangeet
Kadomberi Kaanon Gheri (কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে) - Rabindra Sangeet

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে ।।
বরষনের পরশনে শিহর লাগে বনে বনে,
বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে ।।
আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে,
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।
ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়-মাঝে,
স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে ।।

Knaadale Tumi More (কাঁদালে তুমি মোরে ভালােবাসারই ঘায়ে) - Rabindra Sangeet

Knaadale Tumi More (কাঁদালে তুমি মোরে ভালােবাসারই ঘায়ে) - Rabindra Sangeet
Knaadale Tumi More (কাঁদালে তুমি মোরে ভালােবাসারই ঘায়ে) - Rabindra Sangeet

কাঁদালে তুমি মোরে ভালােবাসারই ঘায়ে-
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে ।।
তােমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে ।।
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা-
দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে-
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে ।।

Kaache Theke Dur (কাছে থেকে দূর রচিল কেন গাে আঁধারে) - Rabindra Sangeet

Kaache Theke Dur (কাছে থেকে দূর রচিল কেন গাে আঁধারে) - Rabindra Sangeet
Kaache Theke Dur (কাছে থেকে দূর রচিল কেন গাে আঁধারে) - Rabindra Sangeet

কাছে থেকে দূর রচিল কেন গাে আঁধারে।
মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে  ॥
সমুখে রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার-
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে ॥
আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে।
জানি তারে আমি, তবু তারে নাহি জানি যে।
শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই-
আমার ভুবন রবে কি কেবলই আধা রে  ॥

Kaache Taar Jaai (কাছে তার যাই যদি কত যেন পায় নিধি) - Rabindra Sangeet

Kaache Taar Jaai (কাছে তার যাই যদি কত যেন পায় নিধি) - Rabindra Sangeet
Kaache Taar Jaai (কাছে তার যাই যদি কত যেন পায় নিধি) - Rabindra Sangeet

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি,
তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না।
কখনাে বা মৃদু হেসে আদর করিতে এসে
সহসা শরমে বাধে, মন উঠে উঠে না।
রােষের ছলনা করি দূরে যাই, চাই ফিরি-
চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না।
কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি
চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি
চাহি থাকে, দেখি দেখি সাধ যন মিটে না।
সহসা উঠিলে জাগি তখন কিসের লাগি
শরমেতে ম'রে গিয়ে কথা যেন ফুটে না।
লাজময়ী, তাের চেয়ে দেখি নি লাজুক মেয়ে,
প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না॥

Kaachhe Jabe Chhilo (কাছে যবে ছিল পাশে হল না যাওয়া) - Rabindra Sangeet

Kaachhe Jabe Chhilo (কাছে যবে ছিল পাশে হল না যাওয়া) - Rabindra Sangeet
Kaachhe Jabe Chhilo (কাছে যবে ছিল পাশে হল না যাওয়া) - Rabindra Sangeet

কাছে যবে ছিল পাশে হল না যাওয়া,
চলে যবে গেল তারি লাগিল হাওয়া  ॥
যবে ঘাটে ছিল নেয়ে তারে দেখি নাই চেয়ে,
দূর হতে শুনি স্রোতে তরণী-বাওয়া ॥
যেখানে হল না খেলা সে খেলাঘরে
আজি নিশিদিন মন কেমন করে।
হারানাে দিনের ভাষা স্বপ্নে আজি বাঁধে বাসা,
আজ শুধু আঁখিজলে পিছনে চাওয়া ॥

Kaachhe Chhile Dure 2 (কাছে ছিলে দূরে গেলেদূর- হতে এসাে কাছে) - Rabindra Sangeet

Kaachhe Chhile Dure 2 (কাছে ছিলে দূরে গেলেদূর- হতে এসাে কাছে) - Rabindra Sangeet
Kaachhe Chhile Dure 2 (কাছে ছিলে দূরে গেলেদূর- হতে এসাে কাছে) - Rabindra Sangeet

কাছে ছিলে, দূরে গেলেদূর- হতে এসাে কাছে।
ভুবন ভ্রমিলে তুমি-সে এখনাে বসে আছে।।
ছিল না প্রেমের আলাে, চিনিতে পারাে নি ভালাে-
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তােমার বীণা সুরে ফিরে যাবে কি না-
নিঠুর বিধির টানে তার ছিড়ে যায় পাছে ।।

Kaachhe Chhile Dure 1 (কাছে ছিলে দূরে গেলে দূর হতে এস কাছে) - Rabindra Sangeet

Kaachhe Chhile Dure 1 (কাছে ছিলে দূরে গেলে দূর হতে এস কাছে) - Rabindra Sangeet
Kaachhe Chhile Dure 1 (কাছে ছিলে দূরে গেলে দূর হতে এস কাছে) - Rabindra Sangeet

কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে।
ভুবন ভ্রমিলে তুমি, সে এখনাে বসে আছে।
ছিল না প্রেমের আলাে, চিনিতে পার নি ভালাে,
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে!

Kaachhe Aachhe Dekhite (কাছে আছে দেখিতে না পাও) - Rabindra Sangeet

Kaachhe Aachhe Dekhite (কাছে আছে দেখিতে না পাও) - Rabindra Sangeet
Kaachhe Aachhe Dekhite (কাছে আছে দেখিতে না পাও) - Rabindra Sangeet

তুমি কাহার সন্ধানে দূরে যাও ॥
মনের মতাে কারে খুঁজে মর-
সে কি আছে ভুবনে,
সে তাে রয়েছে মনে।
ওগাে, মনের মতাে সেই তাে হবে,
তুমি শুভক্ষণে যাহার পানে চাও ॥
তােমার আপনার যে জন, দেখিলে না তারে।
তুমি যাবে কার দ্বারে।
যারে চাবে তারে পাবে না,
যে মন তােমার আছে, যাবে তাও ॥

Kaborite Phul Shukalo (কবরীতে ফুল শুকালাে) - Rabindra Sangeet

Kaborite Phul Shukalo (কবরীতে ফুল শুকালাে) - Rabindra Sangeet
Kaborite Phul Shukalo (কবরীতে ফুল শুকালাে) - Rabindra Sangeet

কাননের ফুল ফুটল বনে।।
দিনের আলো প্রকাশিল,
মনের সাধ রহিল মনে ৷৷

Aaji Hriday Aamar (আজি হৃদয় আমার যায় যে ভেসে) - Rabindra Sangeet

Aaji Hriday Aamar (আজি হৃদয় আমার যায় যে ভেসে) - Rabindra Sangeet
Aaji Hriday Aamar (আজি হৃদয় আমার যায় যে ভেসে) - Rabindra Sangeet

আজি হৃদয় আমার যায় যে ভেসে
যার পায় নি দেখা তার উদ্দেশে ॥
বাঁধন ভােলে, হাওয়ায় দোলে, যায় সে বাদল-মেঘের কোলে রে
কোন্-সে অসম্ভবের দেশে ॥
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমালগাছে নূপুর শুনে ময়ূর নাচে রে
সুদূর তেপান্তরের শেষে ॥

Je Bhaalobasuk Se (যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে) - Rabindra Sangeet

Je Bhaalobasuk Se (যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে) - Rabindra Sangeet
Je Bhaalobasuk Se (যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে) - Rabindra Sangeet

যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে!
দীনহীন এই হৃদয় মােদের কাছেও কি কেহ ডাকে ।।
তবে কেন বলাে ভেবে মরি মােরা কে কাহারে ভালােবাসে!
আমাদের কিবা আসে যায় বলাে কেবা কাঁদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানাে থাক্-
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ ৷
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লাে, মন লুকানাে থাক্, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্-
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্ ৷।

Jwaleni Aalo Andhokare (আমার জ্বলে নি আলাে অন্ধকারে) - Rabindra Sangeet

Jwaleni Aalo Andhokare (আমার জ্বলে নি আলাে অন্ধকারে) - Rabindra Sangeet
Jwaleni Aalo Andhokare (আমার জ্বলে নি আলাে অন্ধকারে) - Rabindra Sangeet

দাও না সাড়া কি তাই বারে বারে ।।
তােমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে-
যে জানে না পথ কাঁদাও তারে ।।
চেয়ে রই রাতের আকাশ-পানে,
মন যে কী চায় তা মনই জানে।
আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,
ব্যথার টানে তােমায় আনবে দ্বারে ।।

Jwal Jwal Chita (জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ) - Rabindra Sangeet

Jwal Jwal Chita (জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ) - Rabindra Sangeet
Jwal Jwal Chita (জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ) - Rabindra Sangeet

জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ-
পরান সাঁপিবে বিধবা বালা।
জ্বলুক জ্বলুক চিতার আগুন,
জুড়াবে এখনি প্রাণের জ্বালা ।।
শােন্ রে যবন, শােন্ রে তােরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
সাক্ষী র'লেন দেবতা তার-
এর প্রতিফল ভুগিতে হবে৷।
দেখ রে জগৎ, মেলিয়ে নয়ন,
দেখ্ রে চন্দ্রমা, দেখ্ রে গগন,
স্বর্গ হতে সব দেখাে দেবগণ-
জ্বলদ্-অক্ষরে রাখাে গাে লিখে।
স্পর্ধিত যবন, তােরাও দেখ্ রে,
সতীত্ব-রতন করিতে রক্ষণ
রাজপুত-সতী আজিকে কেমন
সুঁপিছে পরান অনলশিখে ।।

Juge Juge Bujhi (যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে) - Rabindra Sangeet

Juge Juge Bujhi (যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে) - Rabindra Sangeet
Juge Juge Bujhi (যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে) - Rabindra Sangeet

যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মাের পথের ধারে রয়েছে বসে ৷।
আজ কেন মাের পড়ে মনে কখন্ তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে-
সেই যেন মাের পথের ধারে রয়েছে বসে ৷।
আজ ওই চাঁদের বরণ হবে আলাের সঙ্গীতে,
রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই আলােকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন মাের পথের ধারে রয়েছে বসে ৷।

Juddho Jakhon Baadhilo (যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে) - Rabindra Sangeet

Juddho Jakhon Baadhilo (যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে) - Rabindra Sangeet
Juddho Jakhon Baadhilo (যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে) - Rabindra Sangeet

যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে,
বন্ধমােচন ছন্দে তখন নেমে এলে নির্ঝরিণী-
তােমারে চিনি, তােমারে চিনি ৷৷
সিন্ধুমিলনসঙ্গীতে
মাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতে
অধীর ছন্দে ওগাে মহাবিদ্রোহিণী-
তােমারে চিনি, তােমারে চিনি ৷।
হে নিঃশঙ্কিতা,
আত্ম-হারানাে রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা,
মৃত্যুতােরণতরণ-চরণ-চারিণী
চিরদিন অভিসারিণী,
তােমারে চিনি ৷।

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts