Oyi Bishadini Bina (অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লাে সেই-সব পুরানাে গান) - Rabindra Sangeet

Oyi Bishadini Bina (অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লাে সেই-সব পুরানাে গান) - Rabindra Sangeet
Oyi Bishadini Bina (অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লাে সেই-সব পুরানাে গান) - Rabindra Sangeet

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লাে সেই-সব পুরানাে গান-
বহুদিনকার লুকানা স্বপনে ভরিয়া দে-না লাে আঁধার প্রাণ ।।
হা রে হতবিধি, মনে পড়ে তাের সেই একদিন ছিল
আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনােদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল ।।
আমি অর্জুনেরে- আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান।
এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান।
আজ অভাগিনী- আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি,
পাছে জননীর রােদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া!
কাঁদিতেও কেহ দেয় না বিধি ।।
হায় রে বিধাতা, জানে না তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার-
কত-না শােণিত দিত রে ঢালি ৷।

Oyi Bhubanmonomohini Ma (অয়ি ভুবনমনােমােহিনী, মা) - Rabindra Sangeet

Oyi Bhubanmonomohini Ma (অয়ি ভুবনমনােমােহিনী, মা) - Rabindra Sangeet
Oyi Bhubanmonomohini Ma (অয়ি ভুবনমনােমােহিনী, মা) - Rabindra Sangeet

অয়ি নির্মলসূর্যকরােজ্জ্বল ধরণী জনকজননিজননী ॥
নীলসিন্ধুজলধৌতচরণতল,অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী ॥
প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপােবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন-
জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীযূষস্তন্যবাহিনী ॥

Ottho Re Molinomukh (ওঠো রে মলিনমুখ, চলাে এইবার) - Rabindra Sangeet

Ottho Re Molinomukh (ওঠো রে মলিনমুখ, চলাে এইবার) - Rabindra Sangeet
Ottho Re Molinomukh (ওঠো রে মলিনমুখ, চলাে এইবার) - Rabindra Sangeet

ওঠো রে মলিনমুখ, চলাে এইবার।
এসাে রে তৃষিত-বুক, রাখাে হাহাকার ।।
হেরাে ওই গেল বেলা,ভাঙিল ভাঙিল মেলা-
গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার।।
হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর-
রজনী আঁধার হল, পথ অতি দূর।
ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে-
এখন বেসুর তানে বাজিছে সেতার ।।

Ottho Ottho Re Biphale (ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে) - Rabindra Sangeet

Ottho Ottho Re Biphale (ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে) - Rabindra Sangeet
Ottho Ottho Re Biphale (ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে) - Rabindra Sangeet

ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে।
মেলাে আঁখি, জাগাে জাগাে, থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী, চাহাে সেই মুখপানে-
তাঁহার আশিস লয়ে
চলাে রে যাই সবে তাঁর কাজে ॥

Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet

Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet
Ore Tora Nei Ba Katha (ওরে, তােরা নেই বা কথা বললি) - Rabindra Sangeet

দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥
মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লােকে,
নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ।
অন্তরে তাের আছে কী যে নেই রটালি নিজে নিজে,
নাহয় বাদ্যগুলাে বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥
কাজ থাকে তাে কর্ গে না কাজ, লাজ থাকে তাে ঘুচা গে লাজ,
ওরে, কে যে তােরে কী বলেছে নেই বা তাতে টললি ॥

Ore Tora Jaara Shunbi Na (ওরে, তােরা যারা শুনবি না) - Rabindra Sangeet

Ore Tora Jaara Shunbi Na (ওরে, তােরা যারা শুনবি না)  - Rabindra Sangeet
Ore Tora Jaara Shunbi Na (ওরে, তােরা যারা শুনবি না) - Rabindra Sangeet

তােদের তরে আকাশ-'পরে নিত্য বাজে কোন্ বীণা।।
দূরের শঙ্খ উঠল বেজে,পথে বাহির হল সে যে,
দুয়ারে তাের আসবে কবে তার লাগি দিন গুনবি না?।
রাতগুলাে যায় হায় রে বৃথায়, দিনগুলো যায় ভেসে-
মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে?
হয়তাে দিনের দেরি আছে, হয়তো সে দিন আসল কাছে-
মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না?।

Ore Shikal Tomay (ওরে শিকল, তােমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার) - Rabindra Sangeet

Ore Shikal Tomay (ওরে শিকল, তােমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার) - Rabindra Sangeet
Ore Shikal Tomay (ওরে শিকল, তােমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার) - Rabindra Sangeet

ওরে শিকল, তােমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার।
তুমি আনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার।
তােমায় নিয়ে ক'রে খেলা সুখে দুঃখে কাটল বেলা-
অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার ॥
তােমার 'পরে করি নে রােষ,দোষ থাকে তাে আমারি দোষ-
ভয় যদি রয় আপন মনে তােমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি,
সেই দয়াটি স্মরি তােমায় করি নমস্কার ॥

Ore Sabdhani Pothik (ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে) - Rabindra Sangeet

Ore Sabdhani Pothik (ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে) - Rabindra Sangeet
Ore Sabdhani Pothik (ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে) - Rabindra Sangeet

ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে
খােলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে ।।
সে ভােলা পথের প্রান্তে রয়েছে হারানাে হিয়ার কুঞ্জ,
ঝ'রে প'ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ-
সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে ।।
অনেক দিনের সঞ্চয় তাের আগুলি আছিস বসে,
ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে ।।

Ore Projapati Maya Diye (ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তােরে) - Rabindra Sangeet

Ore Projapati Maya Diye (ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তােরে) - Rabindra Sangeet
Ore Projapati Maya Diye (ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তােরে) - Rabindra Sangeet

ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তােরে
অস্তরবির তুলিখানি চুরি ক'রে ।।
হাওয়ার বুকে যে চঞ্চলের গাপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তাের পাখায় ভ'রে ।।
যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়
চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,
সুর বাঁধে আর সুর যে হারায় পলে পলে-
গান গেয়ে যে চলে তারা দলে দলে-
তার হারা সুর নাচের নেশায়
ডানাতে তাের পড়ল ঝরে ৷।

Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet

Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet
Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet

বিচ্ছেদে তাের খণ্ড মিলন পূর্ণ হবে।
আয় রে সবে
প্রলয়গানের মহােৎসবে ॥
তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘুর্ণি লাগায়,
মত্ত ঈশান বাজায় বিষাণ, শঙ্কা জাগায়-
ঝঙ্কারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে॥
ভাঙন-ধরার ছিন্ন-করার রুদ্র নাটে
যখন সকল ছন্দ বিকল, বন্ধ কাটে,
মুক্তিপাগল বৈরাগীদের চিত্ততলে
প্রেমসাধনার হােমহুতাশন জ্বলবে তবে।
ওরে পথিক, ওরে প্রেমিক,
সব আশাজাল যায় রে যখন উড়ে পুড়ে
আশার অতীত দাঁড়ায় তখন ভুবন জুড়ে-
স্তব্ধ বাণী নীরব সুরে কথা কবে।
আয় রে সবে
প্রলয়গানের মহােৎসবে ॥

Ore Nuton Juger Bhore (ওরে, নূতন যুগের ভােরে) - Rabindra Sangeet

Ore Nuton Juger Bhore (ওরে, নূতন যুগের ভােরে) - Rabindra Sangeet
Ore Nuton Juger Bhore (ওরে, নূতন যুগের ভােরে) - Rabindra Sangeet

দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ।।
কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তাের ভাবনা মিশাবি?।
যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে।
জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা।
চলায় চলায় বাজবে জয়ের ভেরী -
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।।

Ore Maajhi Ore Amar (ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মারঝি) - Rabindra Sangeet

Ore Maajhi Ore Amar (ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মারঝি) - Rabindra Sangeet
Ore Maajhi Ore Amar (ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মারঝি) - Rabindra Sangeet

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মারঝি,
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি ৷।
তরী কি তাের দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে।
সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি ৷।
যেন আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি।
আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি,
যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি।।

Ore Ki Sunechhis Ghumer (ওরে, কী শুনেছিস ঘুমের ঘােরে,তাের নয়ন এল জলে ভরে ) - Rabindra Sangeet

Ore Ki Sunechhis Ghumer (ওরে, কী শুনেছিস ঘুমের ঘােরে,তাের নয়ন এল জলে ভরে ) - Rabindra Sangeet
Ore Ki Sunechhis Ghumer (ওরে, কী শুনেছিস ঘুমের ঘােরে,তাের নয়ন এল জলে ভরে ) - Rabindra Sangeet

ওরে, কী শুনেছিস ঘুমের ঘােরে,তাের নয়ন এল জলে ভরে ।।
এত দিনে তােমায় বুঝি আঁধার ঘরে পেল খুঁজি-
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তােরে ।।
তাের দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল্ রে।
তাের সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন জীবন মরণ একটি ধারায় তার চরণে আপনা হারায়,
সেই পরশে মােহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডােরে ।।

Ore Ke Re Emon Jagay (ওরে, কে রে এমন জাগায় তােকে) - Rabindra Sangeet

Ore Ke Re Emon Jagay (ওরে, কে রে এমন জাগায় তােকে) - Rabindra Sangeet
Ore Ke Re Emon Jagay (ওরে, কে রে এমন জাগায় তােকে) - Rabindra Sangeet

ঘুম কেন নেই তােরই চোখে ?
চেয়ে আছিস আপন-মনে- ওই-যে দূরে গগন-কোণে
রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে ।।
রক্তশতদলের সাজি
সাজিয়ে কেন রাখিস আজি?
কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে-
জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তাের ঘরে ঢোকে ।।

Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet

Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet
Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet

ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে,
এই বরষায় নবশ্যামের আগমনের কালে।। 
যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,
চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা-
যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে ।।
আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে সিক্ত বুকের 'পরে।
নদীর জলে বান ডেকেছে কূল গেল তার ভেসে,
যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে-
পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে ।।

Ore Jete Habe Ar Deri Nai (ওরে, যেতে হবে, আর দেরি নাই) - Rabindra Sangeet

Ore Jete Habe Ar Deri Nai (ওরে, যেতে হবে, আর দেরি নাই) - Rabindra Sangeet
Ore Jete Habe Ar Deri Nai (ওরে, যেতে হবে, আর দেরি নাই) - Rabindra Sangeet

পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই ৷।
আয় রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে,
পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই।।
খেলতে এল ভবের নাটে নতুন লাকে নতুন খেলা।
হেথা হতে আয় রে সরে, নইলে তারে মারবে ঢেলা।
নামিয়ে দে রে প্রাণের বােঝা, আরেক দেশে চল্ রে সােজা-
সেথা নতুন করে বাঁধবি বাসা,
নতুন খেলা খেলবি সে ঠাঁই ৷।

Ore Grihobasi Khol Dwar Khol (ওরে গৃহবাসী খােল্, দ্বার খােল্, লাগল যে দোল) - Rabindra Sangeet

Ore Grihobasi Khol Dwar Khol (ওরে গৃহবাসী খােল্, দ্বার খােল্, লাগল যে দোল) - Rabindra Sangeet
Ore Grihobasi Khol Dwar Khol (ওরে গৃহবাসী খােল্, দ্বার খােল্, লাগল যে দোল) - Rabindra Sangeet

স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খােল্, দ্বার খােল্ ॥
রাঙা হাসি রাশি রাশি অশােকে পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খােল, দ্বার খােল্ ॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভােল।
দ্বার খােল, দ্বার খােল্॥

Ore Jaagayo Na (ওরে জাগায়াে না,ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে) - Rabindra Sangeet

Ore Jaagayo Na (ওরে জাগায়াে না,ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে) - Rabindra Sangeet
Ore Jaagayo Na (ওরে জাগায়াে না,ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে) - Rabindra Sangeet

ওরে জাগায়াে না,ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে।
ও যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি ॥
দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,
যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ॥
আসুক নিবিড় নিদ্রা,
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র হতে।
স্তব্ধ হােক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মতাে
আনাে তমস্বিনী,
শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান ॥

Ore Chitrorekhadore (ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে- বহু-পূর্বস্মৃতিসম হেরি ওকে) - Rabindra Sangeet

Ore Chitrorekhadore (ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে- বহু-পূর্বস্মৃতিসম হেরি ওকে) - Rabindra Sangeet
Ore Chitrorekhadore (ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে- বহু-পূর্বস্মৃতিসম হেরি ওকে) - Rabindra Sangeet

ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে- বহু-পূর্বস্মৃতিসম হেরি ওকে।
কার তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী- স্থির নির্ঝরিণী।
যেন ফাল্গুন-উপবনে শুক্লরাতে দোলপূর্ণিমাতে
এল ছন্দমুরতি কার নব-অশােকে ।।
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন্ স্বর্গের মােহিনী-মরীচিকা।
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা কোথা হারাইল চঞ্চলতা।
হে স্তব্ধবাণী, কারে দিবে আনি নন্দনমন্দারমাল্যখানি-বরমাল্যখানি
প্রিয়-বন্দনাগান-জাগানাে রাতে
শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে?।

Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet

Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet
Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet


ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোনখানে আজ পাই
আমার মনের মতাে ঠাঁই
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন ৷৷
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তােদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন ৷৷
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে
তােরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়ােজন।
অকূল অবকাশে
যেথায় স্বপ্নকমল ভাসে
এমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন-
দিয়ে আমার সকল মন৷৷

Ore Bokul Parul Ore 1 (ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন) - Rabindra Sangeet

Ore Bokul Parul Ore 1 (ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন) - Rabindra Sangeet
Ore Bokul Parul Ore 1 (ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন) - Rabindra Sangeet

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্খানে আজ পাই
এমন মনের মতাে ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন ॥
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন ॥
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
আকাশ নিবিড় ক'রে
তােরা দাঁড়াস নে ভিড় ক'রে-
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়ােজন।
অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ-
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন ॥

Ore Bhiru Tomar Hate (ওরে ভীরু, তােমার হাতে নাই ভুবনের ভার) - Rabindra Sangeet

Ore Bhiru Tomar Hate (ওরে ভীরু, তােমার হাতে নাই ভুবনের ভার) - Rabindra Sangeet
Ore Bhiru Tomar Hate (ওরে ভীরু, তােমার হাতে নাই ভুবনের ভার) - Rabindra Sangeet

ওরে ভীরু, তােমার হাতে নাই ভুবনের ভার।
হালের কাছে মারঝি আছে, করবে তরী পার ।।
তুফান যদি এসে থাকে তােমার কিসের দায়-
চেয়ে দেখাে ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়?
আসুক-নাকো গহন রাতি, হােক-না অন্ধকার-
হালের কাছে মারঝি আছে, করবে তরী পার ।।
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা,
আনন্দে তুই পুবের দিকে দেখ-না তারার শোভা।
সাথি যারা আছে তারা তােমার আপন ব'লে
ভাবো কি তাই রক্ষা পাবে তােমারি ওই কোলে ?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার-
হালের কাছে মারঝি আছে, করবে তরী পার ।।

Ore Bhai Phagun Legechhe (ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে) - Rabindra Sangeet

Ore Bhai Phagun Legechhe (ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে) - Rabindra Sangeet
Ore Bhai Phagun Legechhe (ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে) - Rabindra Sangeet

ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে ॥
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস-
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে ॥
হেরাে হেরাে অবনীর রঙ্গ,
গগনের করে তপােভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে ৷৷

Ore Bhai Mithya Bhebo Na (ওরে ভাই, মিথ্যা ভেবাে না) - Rabindra Sangeet

Ore Bhai Mithya Bhebo Na (ওরে ভাই, মিথ্যা ভেবাে না) - Rabindra Sangeet
Ore Bhai Mithya Bhebo Na (ওরে ভাই, মিথ্যা ভেবাে না) - Rabindra Sangeet

হবার নয় যা কোনােমতেই হবেই না সে, হতে দেব না ।।
পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে- যেতে দেব না।
মাথা যাতে নত হবে এমন বােঝা মাথায় নেব না।।
দুঃখ আছে, দুঃখ পেতেই হবে-
যত দূরে যাবার আছে সে তাে যেতেই হবে।
উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ'রে-নে রে সকলে।
নিঃসহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তােদের বেদনা ।।

Ore Bacha Ekhoni Adhir (ওরে বাছা, এখনি অধীর হলি যদি) - Rabindra Sangeet

Ore Bachha Dekhte Pari Ne (ওরে বাছা, দেখতে পারি নে তাের দুঃখ) - Rabindra Sangeet

Ore Aay Re Tobe (ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে) - Rabindra Sangeet

Ore Aay Re Tobe (ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে) - Rabindra Sangeet
Ore Aay Re Tobe (ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে) - Rabindra Sangeet

ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে ॥
পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে,
আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে ॥
বাঁধন যত ছিন্ন করাে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।
অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তাের ক্ষয়-ক্ষতিরে
যা আছে রে সব নিয়ে তাের ঝাঁপ দিয়ে পড়ু অনন্তে ॥

Ore Amar Mon Metechhe (ওরে ওরে ওরে, আমার মন মেতেছে) - Rabindra Sangeet

Ore Amar Mon Metechhe (ওরে ওরে ওরে, আমার মন মেতেছে) - Rabindra Sangeet
Ore Amar Mon Metechhe (ওরে ওরে ওরে, আমার মন মেতেছে) - Rabindra Sangeet

তারে আজ থামায় কে রে।
সে যে আকাশ-পানে হাত পেতেছে,
তারে আজ নামায় কে রে।
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, আমারে থামায় কে রে।।
ওরে ভাই, না রে ও ভাই, নাছ রে-
ছাড়া পেয়ে বাঁছ রে-
লাজ ভয় ঘুচিয়ে দে রে।
তােরে আজ থামায় কে রে ॥

Ore Amar Hriday Amar (ওরে আমার হৃদয় আমার, কখন তােরে প্রভাতকালে) - Rabindra Sangeet

Ore Amar Hriday Amar (ওরে আমার হৃদয় আমার, কখন তােরে প্রভাতকালে) - Rabindra Sangeet
Ore Amar Hriday Amar (ওরে আমার হৃদয় আমার, কখন তােরে প্রভাতকালে) - Rabindra Sangeet

ওরে আমার হৃদয় আমার, কখন তােরে প্রভাতকালে
দীপের মতাে গানের স্রোতে কে ভাসালে ।।
যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনাে ডাঙায় যাস নে ঠেকে,
জড়াস নে শৈবালের জালে ।।
তীর যে হােথা স্থির রয়েছে, ঘরের প্রদীপ সেই জ্বালালাে-
অচল রহে তাহার আলাে।
গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকূল-পানে
চপল ঢেউয়ের আকুল তালে ।।

Ore Agun Amar Bhai (ওরে, আগুন আমার ভাই) - Rabindra Sangeet

Ore Agun Amar Bhai (ওরে, আগুন আমার ভাই) - Rabindra Sangeet
Ore Agun Amar Bhai (ওরে, আগুন আমার ভাই) - Rabindra Sangeet

আমি তােমারি জয় গাই।
তােমার শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।
তুমি দুহাত তুলে আকাশ-পানে মেতেছ আজ কিসের গানে,
একি আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই ।।
যেদিন ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে-
সেদিন হাতের দড়ি পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।
সেদিন আমার অঙ্গ তােমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে-
সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই।।

Ora Ke Jaay (ওরা কে যায়) - Rabindra Sangeet

Ora Akarone Chanchal (ওরা অকারণে চঞ্চল) - Rabindra Sangeet

Ora Akarone Chanchal (ওরা অকারণে চঞ্চল) - Rabindra Sangeet
Ora Akarone Chanchal (ওরা অকারণে চঞ্চল) - Rabindra Sangeet

ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল ॥
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলাে
দিকে দিকে ওরা কী খেলা খেলালাে,
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহাল ॥
ওরা কান পেতে শােনে গগনে গগনে
নীরবের কানাকানি,
নীলিমার কোন্ বাণী।
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চির তাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হােমানল ॥

Or Maaner E Baadh Tutbe (ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না) - Rabindra Sangeet

Or Maaner E Baadh Tutbe (ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না) - Rabindra Sangeet
Or Maaner E Baadh Tutbe (ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না) - Rabindra Sangeet

ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
ওর মনের বেদন থাকবে মনে, প্রাণের কথা ফুটবে না?।
কঠিন পাষাণ বুকে লয়ে নাই রহিল অটল হয়ে
প্রেমেতে ওই পাথর ক্ষ'য়ে চোখের জল কি ছুটবে না?

Or Bhab Dekhe Je Pay (ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে) - Rabindra Sangeet

Or Bhab Dekhe Je Pay (ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে) - Rabindra Sangeet
Or Bhab Dekhe Je Pay (ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে) - Rabindra Sangeet

ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে।
মরণ-আয়ােজনের মাঝে বসে আছেন কিসের কাজে
কোন্ প্রবীণ প্রাচীন প্রবাসী।হায় হায় রে।
এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে,
সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী। হায় হায় রে।
এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলের বিষম ফেরে।
কেড়ে নে ওর থলি-থালি, আয় রে নিয়ে ফুলের ডালি,
গােপন প্রাণের পাগলকে ওর বাইরে দে আজ প্রকাশি।হায় হায় রে ৷।

O Ma O Ma Phiriye Ne (ওমা, ওমা, ওমা) - Rabindra Sangeet

O Ma O Ma Phiriye Ne (ওমা, ওমা, ওমা) - Rabindra Sangeet
O Ma O Ma Phiriye Ne (ওমা, ওমা, ওমা) - Rabindra Sangeet

ফিরিয়ে নে তাের মন্ত্র
এখনি এখনি এখনি।
ও রাক্ষুসী, কী করলি তুই,
কী করলি তুই-
মরলি নে কেন পাপীয়সী।
কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল
শুভ্র সুনির্মল
সুদূর স্বর্গের আলাে।
আহা কী ম্লান, কী ক্লান্ত-
আত্মপরাভব কী গভীর।
যাক যাক যাক,
সব যাক, সব যাক-
অপমান করিস নে বীরের,
জয় হােক তাঁর,
জয় হােক।

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts